'লোকে কি বলবে' না ভেবে
করে যাও তুমি চেষ্টা,
সকল ইচ্ছে পূরণ করে
মেটাও নিজের তেষ্টা।
সমালোচকদের সম্মান কর
এগিয়ে চল জীবনে,
আমিও পারবো এই ভেবে
মনযোগী হও নিজ কর্মে।
অন্যের ভালো লাগতেই হবে
এ নয় তোমার দায়,
নিজের ভালোলাগাকে আঁকড়ে ধরে
চলো গুটি গুটি পায়।
নিন্দুকদের কথায় কান দিয়ে
অযথা তুমি নিও না চাপ,
এদের অগ্রাহ্য করে এগোনোই হল
সাফল্যের প্রথম ধাপ।
মনে রাখবে...
যারা পারে না হতে তোমার
সমতার প্রতিদ্বন্দ্বী,
হিংসে করে নিজেরাই
ভেবে মরে দিবারাত্রি।