বারবার কথা দিয়েছিস তুই
খন্ডন করেছিস তুই-ই আবার,
আমি তো কেবল শুনেই গেছি
সুযোগ পাইনি বিশ্লেষণ করার।
আজও আমি অপেক্ষাকারী
বলবি কবে সেই কথা,
যে কথাতে রাজি থাকি
ভুলে যেতে অতীত ব্যথা।
জানি আমি বলবি না কিছু
রাখবি না সেই প্রতিশ্রুতি,
তাইতো সবকিছু থাকা সত্ত্বেও
ধীর হয়েছে জীবন গতি।
অপেক্ষারত সেই পুরনো আমি
যোগ হয়নি নতুন আশ,
অজানিত আজও সেই সিদ্ধান্ত
করলি কেন অন্যে বাস।
উত্তর যদি হয় 'ভালোবাসা'
তাহলে আমি রব না চুপ,
উজাড় করতে রাজি আমি
নিয়ে ভিন্ন প্রেমের রূপ।
তখন যদি ইচ্ছে জাগে
ফিরতে গরীব হৃদয়ে,
জানবি সদা আছে খোলা
যত্নে বাঁধা আসনে ।