দিন-রাত মুখে শুধু রাজনীতি কথা,
পেটে পড়ে না যাদের দু-মুঠো ভাত।
সব কাজ ফেলে, কি লাভ তাতে?
ভোটের পরেই যাদের পেছনে লাথ।
গ্রামের মানুষ ছিল না এমনি,
কি জানি কারা করলো কাবু।
জীবন সমাজকে পেছনে ফেলে
জনগনের সামনে সাজছে বাবু।
মনেরেখো ক্ষমতা নিজেদের হাতে,
সামান্য এই কথাটুকু বোঝো না কেন?
জোরে বল ভোট নয় বিনা কাজে,
অনেক হয়েছে,আর না হয় যেন।