ছড়িয়ে আছে চারপাশেতে একরাশ মুগ্ধতা
আসল নকল ভুলতে বসেছি
সুনিপুণ চিত্রের অনবদ্যতা
সামাজিক বলে অসামাজিকতার চর্চা
করে চলেছি হারদিন
লোকাচার মুঠোতে এখন
সোস্যাল নেটওয়ার্কে প্রতিদিন

চোখের ভাষা কোথায় এখন
মুঠোফোনের চিত্রে দিনাতিপাত
মুখের কথা ভুলতে বসেছি
কীবোর্ড কলম সমানুপাত

মুঠোফোনের জয়ধ্বনি
ভার্চুয়াল চর্চা করে চলেছি হার দিন
পারিবারিক সম্প্রীতির উক্তি চয়ন করি
চোখাচোখির সময় পালায় প্রতিদিন

মুঠোফোন এক জড় পদার্থ
ভীষণ উপকারী বন্ধু বটে
আত্মার পরিতৃপ্তি খোঁজ না এতেই বেশ চলে

অনুভূতিগুলো বন্দী করো না মানুষ তোমায় বলি
মুঠোফোনের সাথে বুড়ো আংগুলের নয়
আংগুলের সাথে প্রিয়জনের আংগুলের সুর তুলি