যদি হাওয়া বদলে দিতে পারতো
     তোমার আমার গল্প শেষে
          মুক্তি পেতো অনায়াসে
বহুরূপী মিথ্যেবাদীর করাল গ্রাসে
    মুক্তি পাইবো কি জনমে?

গৃহে সর্প করিলে পালন
ছোবল দেওয়া কি তাহার বারণ?

অবলীলায় রং পাল্টে বেড়ায়
জটিল ছকে মেলায় ছন্দ
লোকের চোখে নিরীহ বিশেষ
বিষধর কালনাগিনী অশেষ
সুযোগ পেলেই নৃত্য তাহার
অপরূপ মেলবন্ধনে মেলায় ছন্দ!
যুগে যুগে এরূপ রমণী ধ্বংস করে চলেছে জগত সংসার
তাহার কাছে মুখ্য কেবল স্বার্থ সিদ্ধি, পর সংসার তোলপাড়!

-সর্প মানবী