তুমি যখন পছন্দের খাবার পাওনি বলে খাবার ছুঁড়ে ফেলছো
জানো কি অন্যজন তখন আস্তাকুঁড় থেকে খাবার অন্বেষণে ব্যস্ত
তুমি যখন ফুলস্পীডে ফ্যান ছেড়ে তীব্র গরমের উত্তাপে এসি কিনতে না পারার কারণে অনুতাপ করছ
জানো কি ছাদহীন মানুষগুলো হায় একটু ছায়া পেলেই সন্তুষ্ট
তুমি যখন একমাস আগে কেনা পোশাক ওল্ড ফ্যাশন ট্রেন্ডি নয় বলে নতুন পোশাক খুঁজছো
জানো কি এক শ্রেণির মানুষ আছে পোশাক পেলেই খুশি,তুষ্ট
তুমি যখন গাড়ীর মডেল ওল্ড তাই বন্ধুসমাজে লজ্জিত
জানো কি কত মানুষ আছে লোকাল বাসে একটু জায়গা পেলেই তুষ্ট
তুমি যখন দামী স্কুলে পড়তে পারছো না বলে বই খাতা ছিঁড়ে অন্যদের দুষছো
জানো কি অনেকেই আছে একটু পড়াশুনার সুযোগ পেলেই বুঝি সন্তুষ্ট
সন্তুষ্টির বীজ আমাদের মাঝেই আছে
হয়ত পরিচয় নেই বলেই চারিদিকে এতো অসন্তোষ!
প্রাপ্তির খাতায় নাম লেখালে দেখা যাবে
তোমার সবই হয়তো আছে
নেই শুধু সন্তোষ!
-সন্তুষ্টি
-অস্মিতাতালুকদার