সময় সে তো বড্ড নিঃসংগ
সে নিজের মতো করে চায়
তাকে ভুলে গেলে শোধ নেয়,
হয়ে ওঠে নিষ্ঠুর
সময় সেতো ভীষণ একগুঁয়ে
তাকে ভুলে থাকা যায় না
কড়ায় গণ্ডায় পাই পাই হিসেব কষে রাখে

সময় সেতো অমূল্য,সে কথা বলে
সে আঁকড়ে রাখে পুরোনো স্মৃতিগুলো
মনে করিয়ে দেয় স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া মুখগুলোকে
চাওয়া না পাওয়ার অমূলক প্রতিযোগিতায়
প্রতিটি কাহিনীকে সময়ে জীবন্ত করে তোলে
আমাদের করে তোলে আরো অভিজ্ঞ, প্রাণবন্ত

সময়ের কোনো ঠিকানা নেই
ঘড়িতে তার ঘর রয়েছে
আসল বাড়ির খবর জানা নেই
সময়কে বড্ড আপন করে রই
অসময়ে সময়কে খুঁজে বেড়াই
প্রতিক্ষা করি সঠিক সময়ের অপেক্ষায়!

-সময়
-অস্মিতা তালুকদার