সুখ,
তুমি কার ফুল বাগানে ঘুড়ি ওড়াও
যার আছে তাকেই কেন ছুঁয়ে বেড়াও
প্রজাপতির মতো রং ছড়াও কার ঘরে
তোমার লাগি আমার ভীষণ মন পোড়ে
সুখ হেসে বলে,তোমার মাঝেই বাঁচি আমি
আমায় ঘুম পাড়িয়ে আলিংগন কর দুঃখটাকে
হাজার আমি'র মাঝে কেন
ছন্দ খোঁজো বেদনাকাতর স্মৃতির মাঝে
আমি যখন হাওয়া বদলে বেড়াই ধরা দেই এঘরে ওঘরে
তুমি তখন হাহাকার করে বলো, কোথায় গেলে 'সুখ' মরে!
তোমার মাঝেই লুকায়িত , তোমার মাঝেই আছি
বেদনাবিধুর স্মৃতির ভীড়ে,আলোর প্রদীপ সাজি
-সুখকাব্য