অনুপস্থিত আর মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য আছে বৈ কি
মানুষ মোরা সাধারণ জাতি ভালো টাই বলি ক্ষতি কি!
অনুপস্থিত ব্যক্তির দূর্নাম হয় পাড়ার লোকে বলে
মৃত ব্যক্তির সুনাম রটে জন সমাবেশ বলে
অনুপস্থিত থেকেও যদি নাম পাও
বুঝবে তোমার গুরুত্ব ছিল কতখানি
বলি আরো এক ধাপ এগিয়ে যাও!
প্রয়োজনে যখন দশ হাত পাবে বুঝবে
তুমি ছিলে সোনার খনি!
লোকের ভালোবাসা সবার ভাগ্যে জোটে না
হাজার ভালো কর্ম শুধাও
লোকের যেটা সেটা রুচে না
তবে ক্ষতি কি
সময় বুঝে পাবলিসিটি নিজেই করে নাও!
-পাবলিসিটি