শুনেছি টিকে থাকতে হলে হতে হয় মাটির মতো
    বন্যা খরা প্রবল ঝড়ো আবহাওয়া
       জ্বলন্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
যতই আঘাত হানুক না কেন
    নিমিষেই হজম করে যেতে হয়
       ফিরে যেতে হয় আগের রূপে
প্রাণের সঞ্চারণ করে সবুজ বনানী সাজাতে হয়

তোমায় দুমড়ে মোচড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে
জিগেস করবে, 'ভালো আছ তো?'
তখন হয়ত শুকনো মুখে কিছুটা ইতিস্তত করে বলবে
' ভালো আছি!'
এ এক শোভনীয় অসত্য কিন্তু মিথ্যে নয়!
নিজের অস্তিত্বকে বুঝ দেওয়ার জন্য
কখনো কখনো অসত্যকেও সত্য ভেবে নিতে হয়!
কাউকে যে বুঝতে দেওয়া যাবে না
ওঁত পেতে আছে বুঝি অসংখ্য অসুখী আত্মা!
দিনশেষে আমরা সকলেই অভিনেতা
কেউ ভালো অভিনেতা কেউবা কম ভালো অভিনেতা
কেউ অভিনয় করে পেটের তাগিদে
কেউ করে বাঁচার তাগিদে,টিকে থাকার তাগিদে!

-অভিনয়
-অস্মিতা তালুকদার