সাধারণের চেয়েও অতি সাধারণ
তুচ্ছ মানবী, বোকা বইটির পাতা
নিতান্তই অভিমানে ভরা বিচার বুদ্ধিসমেত
একগুচ্ছো মন খারাপের বোঝা
মোহনার স্রোতে হারিয়ে গেছে
আমার বইয়ের পাতা
মন বুঝে বেশ চলা মুশকিল
কঠিন ভাষায় লেখা
বারে বারে মরি
বেঁচে উঠি ফের কোনো এক বিশ্বাসে
হয়তো কেউ ঠিক কাঁদবে বুঝি
আমার শেষ নিঃশ্বাসে
সবার বেশ তাড়া আছে
যে যার রচনা লেখায় ব্যস্ত
আমি কেবল এ ঘর ও ঘর ঘুরে খুঁজি
আপন মাটির ঘরের গন্ধ!
- অস্তিত্ব