চিকিৎসক,নার্স সেবা দিয়ে যাই
দিন রাত্রি ভোরে
জনগণের প্রাণ বাঁচাই
আপন স্বার্থ ভুলে
কারো বাপ-ভাই,কারো মা বোন
সবাই আপনজন
নিজ জীবনের খোঁজ নিতে নাই
মোরা জীবন যোদ্ধা ভাই
এ যাত্রায় বেঁচে যাবো যদি দেয়
ভাগ্য মোদের ঠাই!
ব্যাংককর্মী সেবা দিয়ে যাই
সকল লোকের তরে
ঘরে ঘরে যত মরছে রে লোক
নতুন ভাইরাস জ্বরে
দেশ বাঁচাতে ঝুঁকির মুখে
করছি অফিস প্রতি দিন
লোকে ঘরে থাক
প্রাণে বেঁচে যাক
গুণছি প্রহর রাত দিন
আর্মি পুলিশ এগিয়ে এসেছে
টহল দিচ্ছে সাতদিন
গান গাইয়ে,লোক বুঝিয়ে
নিরাপদ করছে হার দিন
বেসরকারি চাকরি করি
জীবনের মায়া ছেড়ে
ছুটি পেলে ভাই
পেটে ভাত নাই
নিত্য অফিস করাই রুজি
যখন প্রাণে বেঁচে যাবো
গল্প শোনাবো
যুদ্ধের অবসান খুঁজি
নিম্নবিত্ত,মধ্যবিত্ত
হাঁড়িতে দিচ্ছে টান
হাতপাতবো কেমনে রে ভাই
গেল বুঝি সব লক্ষুলজ্জা মান
স্বেচ্ছাসেবক,স্বাস্থ্যকর্মী
তাদের কথা কি বলি
ধন্য তোমায় পেয়ে এ মাতৃভূমি
তোমাদের সেবায় মৃত্যুভূমিকে করেছ পূণ্যভূমি!
মর্ত্যলোকে পূণ্যদেবতা সবে যদি দেখতে চাও
দেশের তরে কর্মী ভায়েদের দেখে যাও!
আপন প্রাণের মূল্য যতটা উপলব্ধি করছি মোরা
তারচেয়ে দ্বিগুণ বেশী উদ্বিগ্ন তারা
একজন্মে এ ঋণ কীভাবে পরিশোধ করি ভাই
তোমাদের সহনশীলতার মাঝে মোরা
পরিশুদ্ধ জীবন খুঁজে পাই
- অবদান
-অস্মিতা তালুকদার
শনিবার ১১/৪/২০২০