কারো না কারো গল্পে তুমি পরম মমতাময়ী
কারো না কারো গল্পে তুমি ভীষণ ছলনাময়ী
কারো না কারো গল্পে তুমি কিছুটা ব্যাতিক্রম
কারো না কারো গল্পে ছিলে তুমি সবটুকুই ভ্রম
কারো না কারো গল্পে তুমি রবিঠাকুরের গীতি
কারো না কারো গল্পে তুমি দেবীর প্রতিকৃতি
কারো না কারো গল্পে তুমি অসহায়,নিপীড়িত
কারো না কারো গল্পে তুমি অনাকাঙ্ক্ষিত অযাচিত
কারো না কারো গল্পে তুমি হয়েছ অণুগল্প
কারো না কারো গল্পে তুমি দুয়োরাণী অল্প
কারো না কারো গল্পে তুমি সাক্ষাৎ যম
কারো না কারো গল্পে তুমি পরম পূজনীয় নমঃ
কারো না কারো গল্পে তুমি ছল চাতুরীর রাণী
কারো না কারো গল্পে তুমি উদার মহারাণী
কারো না কারো গল্পে তুমি ভীষণ পরিশ্রমী
কারো না কারো গল্পে তুমি রগচটা বেঈমানী
কারো না কারো গল্পে যদি নাই বা থাক অল্প
ধরে নেবে প্রয়োজনের তালিকায় ছিলেনা তাই হওনি স্বল্প
করলে কর্ম বিষয়বস্তু গল্প আকারে আসে
তার মর্ম বিলম্বে হোক, সে সিংহাসনে বসে
কাজ করেও গল্পে যদি হও অকর্মণ্যের ঢেঁকি
ধরে নেবে ভুল লোকে দিয়েছ শ্রম
তবে গল্পের শেষটুকু এখনো অনেক বাকী.....
- মূল্যায়ন
-অস্মিতা তালুকদার