এই কোথায় যাচ্ছ?
- ক্লাসে যাচ্ছি
এই অবেলায় ক্লাসে?
-আরে অভিনয় শিখতে যাচ্ছি!
ওমা এসব কি আর শিখতে হয়?
-কি যে বল, শিখতে হবে না?
সারাজীবন মুক্ত পরিবেশে মানুষ হয়েছি,
অভিনয় শিখা ছিল না!
-
(খানিকক্ষণ নীরবতা)
-
তা এখন বুঝি তাল মেলাতে পারছ না?
-না না তা নয়,তারা আমার সাথে মেলাতে পারছে না! সারাজীবন চারপাশ দেখে বেশ অভিনয় পারে সবাই।
আমি ভাই কাজের চাপে অতসবের সময় বের করতে পারি নি।তাই ভাবছি এবার না'হয় ক্লাসেই ভর্তি হয়ে যাই!
=তা জন্ম অব্দি যে কাজ করতে পারনি,এই বয়সে এসে পারবে তো?
বড্ড দেরী হয়ে গেল না?

- তা হয়তো পারবো না!
কিন্তু তাদের চোখের ভাষা আর কাজের সামঞ্জস্যতা বুঝতে পারবো!
তাদের ' ভালো আছিতে'ও যে কটুক্তি লুকিয়ে থাকে ছোটখাটো এসব মারপ্যাঁচ বুঝলেই আশা করি মোটামুটি খাপ খাওয়াতে পারবো!

-কথোপকথন