সময়ে বেশ চর্চা ছিল
কলম এবং খাতায়
কীবোর্ডেতে ব্যস্ত সবাই
লেখনীর পাতা এখন মুঠোয়

মান কেড়ে নিল সুলেখনীর
কলম মালিক খুঁজে ফিরে
হাতে খড়ি নাম হারাবে
পরিস্ফুটিত নতুন কুঁড়ির ভীড়ে

কীবোর্ড তবে রাশভারি নয়
নিমেষেই ছড়িয়ে পড়ে বিশ্বে
দূরত্ব আছে তবে সময় বাঁচায়
ডিজিটাল এই বিশ্বে



-কাঠপেন্সিল