আমাদের নিজের কোনো ঘর নেই
      নেই কোনো পরিচয়
কাজের মাঝেই মূল্যায়িত হই
      কাজের মাঝেই বেঁচে রই
আজ মারা গেলে কাল সে স্থানে হবে নতুন সংযোজন
   ব্যথা র‍য়ে যাবে হয়ত মাস দেড়েক!
       এ কেমন বিয়োজন
পুরোনো কোনো ছবিতে কিংবা স্মৃতিতে হয়ত হবে আগমন
     তবে তা সুনির্দিষ্ট নয়
কথার ছলেতে উদাহরণ হব
     কাজের মাঝেতে হব পরিচয়
তবে তাও সুনির্দিষ্ট নয়!


-কাজেই পরিচয়
-অস্মিতা তালুকদার