সময়টা তখন সহজ ছিল না
সেই সতেরো আঠারোর কথা
হোস্টেলে সিট পেতে হলে নাকি
রাজনীতি লাগে এ কোন বাস্তবতা
ফলাফল যদিও ভালো ছিল
পেতাম তখন কোটা
সার্টিফিকেট থাকলেও নাকি পা ধরতে হবে
এটা কোনো কথা!!
আত্মীয় অনাত্মীয় অনেকেই ছিল
কাজে নয় অকাজেই পেটে ব্যথা
কেউ সব জেনেও নিশ্চুপ ছিল
আপদ দূর হলেই বাঁচি,
এটাই বাস্তবতা!
নিষ্ঠুর শহরে চিলেকোঠা পেলে
মাথা গুঁজে থাকতাম পড়ে সই
একটা শুধু আবাসন পেলে
মুখ বুঁজে পড়ে রই!
নিজ ঘরে কত খালি রুম আছে
ফাঁকা বিছানাটা শরীরের গন্ধ খোঁজে
নীরবতা তখন একমাত্র সাথী
পরের ঘরে কাপড়ের ভাঁজে
আপন মুখগুলো খুঁজে রই!
-
-সকল হোস্টেলে পড়াশোনা করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা