পৃথিবীমশাই জরুরি বৈঠকে
হিসেব কষতে নাকি ব্যস্ত
প্রকৃতি মশাই নালিশ করেছে
মানবসমাজ বিন্যস্ত!
কোন দেশকে গ্যাস দিয়েছি
কাউকে দিয়েছি তেল,
কাউকে দিলাম উর্বর মাটি
হীরক খনির দেশ।
কেউ পেল শুষ্ক মরু,
শুভ্র বরফের দেশ!
কাউকে দিলাম সবুজ বনানী,
পবর্তসমান পাহাড়!
কারো আছে বিশাল সমুদ্র,
কোথাও নেই হাহাকার!
মিলেমিশে সবে থাকবি
এতে দোষটা যেন কিসে!
অনুরোধ শুধু
পরিবেশটাকে যতনে
রাখবি মিলেমিশে!
পশুপাখিসবে পরিবেশ মাতা
সামলাবে তার কোলে,
সমুদ্রকে মাছ দিয়েছি
দিয়েছি হাজার খনি,
প্রকৃতিকে বাঁচিয়ে রাখবি শুধু
তোরাই নীলকান্তমণি!
বোমা ফাটিয়ে,অস্ত্র বানিয়ে
করছিস কী তোরা বল!!
তোরা তোদেরই লাল রক্ত মাখিয়ে
কি করে উল্লাস করিস বল?
ধর্ম এনে বিভেদ করিস
আবার নাস্তিকতার হিসেব কষিশ!
স্রষ্টা তোদের বুঝি দায় দিয়েছে
সবার হিসেব নিতে?
অন্যের হিসেব কষতে গিয়ে
নিজের হিসেব ভুলতে বসেছিস
এ দায় নেবে কিসে!
প্রকৃতি এবার বুঝিয়ে দিল
তোদের ছাড়া চলতে পারে হেসে
তোরাই বুঝি হিমশিম খেয়ে
যাচ্ছিস অবশেষে!
এবার আমায় ক্ষান্ত কর
তোদের দ্বিমুখতা থেকে,
আমায় এবার শীতল কর
হিংসার উত্তাপ থেকে!
করোনা তো ভাইরাস মাত্র
এতে অস্থির তোরা যে যার মতো!
প্রকৃতি তাই পরীক্ষা নিচ্ছে
আমরা ধর্মে নাকি কর্মে বাঁচি
জয় যদি হয় কর্মে মশাই
ধর্মটাও বাঁচবে
তোদের মনের কসাই থেকে!
-হিসেবখাতা
-অস্মিতা তালুকদার
৮/৪/২০২০,বুধবার