4G-র যুগে তারকা হতে যোগ্যতা লাগে না ভাই
সঠিকসময়ে পরিবেশ বুঝে মাথা খাটানো চাই
বিষয়জ্ঞান থাকুক না  ছাই বেজায় আছে বুদ্ধি
উত্তাল বিষয়ে মুখ বেচলে লাভ হবে সিদ্ধি

রাতারাতি তারকা বনে যাচ্ছে রে লোকে দিন দিন
সেই দিন পেতে, বেগ পেতে গিয়ে আসল তারকার যায় দিন

সঠিক সময়ে ভাইরাল হতে
ভুলেছে লোকলজ্জা
বাসার ছাদেতে ছেলে বুড়ো নাচে
মা,বোন কি শিশু বাচ্চা

আসল শিল্পী ভাতে মরে, তাদের খোঁজ রাখে কে বা
বয়সকালে পায় না তারা চিকিৎসা ও সেবা

ট্রেন্ডের চাপে ফ্রেন্ডশিপ গোলে
আজ ভাইরাল যারা
অসুস্থ দৌড়ে এগোতে না পেরে
খাচ্ছে অকালে মারা

সংসকৃতি  বেচা হয়ে গেছে কবে  ক'জনে তারে খোঁজে
বাংগালীয়ানা শোরগোল করে মায়ের শাড়ির ভাঁজে!

- ডিজিটাল বাংগালী
-অস্মিতা তালুকদার
১৬/৪/২০২০