কেরালার নিরীহ 'হাতি' র নির্মমতা প্রসংগে লেখা।


অসহায় জীব তুমি মানব জাতিকে মানুষ ভেবে করেছিলে ভুল
অন্ধভাবে বিশ্বাস করেছিলে পিশাচগুলোকে
মানবতা তারা তোমার কাছ থেকে শিখেনি
কেননা তারা উপলব্ধি জ্ঞান কবেই গিলে খেয়েছে

মানবতা তাদের বইয়ের পাতায় ডুকরে কেঁদে মরে
এ জাতি কেবল আপন লয়ে চলে
নিজ চেতনাকে নিজেই পিষে মারছে কোন খেলায়
স্বৈরাচারিতায় আপন সুখ খুঁজে মরছে অবলীলায়

নিষ্পাপ জীব তোমার মাঝে বিশ্বাস ছিল,ছিল ভালোবাসা,
মৃত্যু আসন্ন জেনেও প্রতিশোধ নাওনি,করনি ধ্বংসলীলা
অবুঝ জীব হয়েও জীবন দিয়ে আরেকবার শিখিয়েছ
এ পাষাণ জাতিকে মনুষ্যত্বের দৃষ্টান্ত,
যারা নিজেদের মানুষ বলে দাবী করেও
রয়ে গেছে একদল অমানুষ, হিংস্র,অকালকুষ্মাণ্ড

- ধিক্কার জাতি
-অস্মিতা তালুকদার