নগরীর ব্যস্ততম সড়ক বিমূর্ত স্তব্ধ
কোনো এক অদৃশ্য দানো
কালো চাদরে ঢেকে রেখেছে
অমাবস্যার আকাশের মতো
পুরো পৃথিবী জুড়ে অনিশ্চয়তা
বেঁচে থাকার করুণ আর্তনাদ
মর্ত্যলোকে শুনেছ কি আকাশবাণী
ধেয়ে এসেছে দৈত্যাকার দানো
বধ করতে মানবকূলটাকে
এ কি অলক্ষুণে রাতের আকাশ
বাতাস লাগে ভারী
চিন্তাশক্তি কেড়ে নিল
ওষুধপথ্য দিল আড়ি
পাখির কলকাকলি ও পাতার শব্দে সুর বাজিয়ে
অদৃশ্য যমদূত যেন ধেয়ে আসছে
প্রাণের গন্ধ নিতে
ছুটে চলেছে এ বাড়ি ও বাড়ি
যমদূতের সাথে যুদ্ধক্ষেত্রে নেমেছে হাজার সৈন্য
হার মানবে না
যদি প্রাণ যায় যাক না!
পিপিই পোশাকধারী সৈন্যবাহিনী
স্টেথোস্কোপ হাতে
যুদ্ধের ডামাডোল বাজে
যমদূতের কুচকাওয়াজের সাথে!
-করোনার দিনাতিপাত
-অস্মিতা তালুকদার ১১/৪/২০২০