বর্ণবৈষম্য

মানব জাতির শিরা উপশিরায় রক্তে মিশে গেছে এক ভয়ানক কীট
জাতিতে জাতিতে বৈষম্যের ভারে কাঁপছে ধরার পিঠ

বিয়ের আগে মেয়ে খুঁজতে দেখে
স্বভাব যাই হোক গায়ের রং চাই ভালো
বর যতই হোক কুচকুচে
কিন্তু কনের রংটা যেন না হয় কালো

অনুন্নত আর উন্নত বিশ্ব কোথায় পেলে তফাত
আবর্জনায় ভরা মস্তিষ্ক সব
চামড়ার রং এ কুপোকাত!

মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা,
বারাক ওবামা,মার্কেল এঞ্জেলা
শুনেছিলে তাদের নাম
সমগ্র বিশ্ব যারা কাঁপিয়েছিল
কি করে ইতিহাস ভুলিবে এ অবদান
কেন তবে আজ বিংশ শতকে
লঘুপাপে গুরু দন্ডে মরে
জর্জ ফ্লয়েড হল নিহত
বর্ণবৈষম্যটা রক্তে মিশে গেছে
চামড়ার ভাঁজে কত শত