ছোটকাল থেকে শিখেছি সবে
        সদা সত্য কথা বলবে
বড়বেলা এসে খেই হারিয়ে বুঝি
      মিথ্যের শাসন দেখবে

ছোটবেলা থেকে শিখেছি সবে
      পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
বড়বেলা এসে দেখছি শুধু পরিশ্রমই নয়
    তৈল মর্দন,যথাসংযোগ পায় সৌভাগ্যের নিয়তি

ছোটবেলা থেকে শিখেছি সবে
      অল্পবিদ্যা ভয়ংকরী
বড়বেলা এসে দেখছি
      বিদ্বানও হয় অনাহারী

      ছোটবেলা থেকে শিখেছি
জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর
       বড়বেলা এসে দেখছি
জীবে ভোজন করে লোকজন সেবিছে উদর

        ছোটবেলা থেকে শিখেছি
দান কর যেন ডান হস্তে দান করিলে বাম হস্ত টের না পায়
        বড়বেলা এসে দেখেছি
লোক দেখাইয়া দান করিবে যেন অন্ধকেও দেখানো যায়

        ছোটবেলা থেকে শিখেছি
জন্ম হোক যত্র তত্র কর্ম হোক ভালো
         বড়বেলা এসে দেখেছি
জন্ম যদি হয় ধনীর ঘরে অসৎ কর্ম ধুয়ে হয় ভালো

ছোটবেলা থেকে শিখেছি
    শিক্ষাই জাতির মেরুদন্ড
বড়বেলা এসে শিখেছি
     শিক্ষা সবখানে দেখাতে নেই
এতেও হতে পারে প্রাণদন্ড

-শিক্ষা
-অস্মিতা তালুকদার  কৃষ্টি