তুমি পৃথিবীর কাছে অতিথি মাত্র
বিশ্বমাতার গৃহে আশ্রিতা
দিয়েছে এ ধরা ক্ষণিকের আশ্রয়
ভুল-ত্রুটি না হয় সদা এই ভয়
তোমায় তারা ভাংগবে গড়বে
তোমায় তারা পরখ করবে
অগ্নির উত্তাপে ঝড় সংঘাতে
আলাপে বিলাপে উত্তাল ক্রোধে
পদে পদে হবে তোমার চরিত্রলংঘন
পদে পদে দায় নিতে হবে সীমালংঘন
এরই মাঝে মাথা উঁচু করে বাঁচা শিখতে হবে
ভালোবাসা জয় করে মনে জায়গা করে নিতে হবে
টিকাতে হবে নিজের অস্তিত্ব
অর্জন করে নিতে হবে কৃতিত্ব
তবেই জন্ম হবে সার্থক, হে ক্ষণিকের পারমিতা