আইন সবার জন্য সমান
এই নীতিতে রেখে বিশ্বাস
পৃথিবীর অর্ধেক সমস্যা হত নির্মূল আমার আশ্বাস

লোকে নীতি বিশেষভাবে মান্য করে শুধুমাত্র অন্যের তরে
কার্য উদ্ধারে ভুলে বসে নিজের সুবিধার তরে

যেদিন লোকে ভুলে বসবে আমিত্ব
স্রষ্টা জয় করবে উনার কৃতিত্ব

আমিত্বের মাঝে হারিয়ে যায় বুঝ কি স্রষ্টার অস্তিত্ব ?

পার্থিব জগতে যারা হতে চায় মানুষের মতো মানুষ
মনুষ্যত্বের বলিদানে সুযোগ নেয় একদল রক্তচোষা অমানুষ!

অসমতার মাঝে সমতার বুলি কপচায়
মন তার পড়ে দেখ, সব যেন তার চাই!



-আমিত্ব ও অসমতা
-অস্মিতা তালুকদার কৃষ্টি