[কাশ্মীর শ্রীনগরের পুলওয়ামার হত্যাকান্ডের প্রেক্ষাপটে ব্যথিত হ'য়ে কবিতা]
যে প্রশ্নের নেই কোনো উত্তর
           - অসিত কুমার মন্ডল

নৃশংস বিবেকের অন্ধকারে
নিষ্ঠুর মানবতা আজ কাঁদে!
জিঘাংসার কবলে প'ড়ে-
পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ সন্তানেরা
সন্ত্রাসী অসুরের কাছে-
অমূল্য জীবন করে বলিদান!
নরদানবের নারকীয় যজ্ঞ
যত্রতত্র সংঘটিত হয় যখন তখন!
রক্তের হোলিখেলায় মেতে ওঠে-
বিবেকহীন নরঘাতকেরা!
ওরা কেড়ে নেয় দেশপ্রেমিক শ্রেষ্ঠ সন্তানদের!
মায়ের সন্তান হ'য়ে যারা কেড়ে নেয়
আরেক মায়ের সন্তানকে ;
পুত্রের পিতা হ'য়ে যারা হত্যা করে-
আরেক পুত্রের পিতাকে!
ওরা কি সত্যিকার কোনো মায়ের সন্তান?
ওরা কি কোনো পুত্রের পিতা?

যে প্রশ্নের নেই কোনো উত্তর!
কাশ্মীর শ্রীনগরের পুলওয়ামার হত্যাকান্ডে
বিশ্ববিবেক আজ ভাষাহীন, নির্বাক!
চারিদিকে আজ শোকের আহাজারির সুর!
সন্তানহারা মায়ের গগনবিদারী আর্তনাদ!
পিতৃহারা পুত্রের আর্তচিৎকার;
স্বামীহারা স্ত্রীর ক্রন্দন ধ্বণিতে -
আকাশ-বাতাস আজ স্তব্ধ, পাষাণ!
শোকে হতবিহ্বল আপামর বিশ্ব।
সবার চোখের জল আজ-
অশ্রু-গঙ্গা হ'য়ে যেন
শোক সাগরে মিশে গেছে!

হায়রে মানবতাবাদ!
মানুষের বিবেক যেন বিবেকহীন
মানবতার অন্ধ গুহায় হ'য়েছে কবর!
তাইতো পৃথিবীর দেশে দেশে আজ-
মানবরূপী পাষাণ হৃদয়
কেড়ে নিচ্ছে- মানুষের জীবন!

আর কতোদিন এমন হবে কে জানে?
এমন সন্ত্রাসবাদ ঈশ্বর কি মানে?
যে প্রশ্নের নেই কোনো উত্তর।
হয়ত: এভাবেই কেটে যাবে পৃথিবীর
কতো শতাব্দী - অনন্ত বছর!!

  তাং ১৬/০২/১৯

-