"ভাসিয়ে গেলি নয়ন জলে"
[ স্বপ্নীল মন্ডল কাব্য-এর অকাল প্রয়াণে  হৃদয় নিংড়ানো পংক্তিমালা]
-অসিত কুমার মন্ডল

সামান্য এক উছিলাতে ওরে স্বপ্নিল খোকা,
চলে গেলি পরপারে সবাইকে দিয়ে ধোকা!
তোকে ঘিরে সবার মনে ছিল কত আশা,
এক লহমায় ভেঙে গেলি সকল আশার বাসা।
তোর দুষ্টমি দেখে আমি বলতাম অনেক কথা,
সে কথা যে তোর মুখেতে হতো অনেক লতা!
একাডেমিতে এসেই বলতিস বড় স্যার নমস্কার
তোকে কত ভালবাসতাম জানতিস কি তুই তার!
অনুষ্ঠানে এলে বলতাম তোকে মঞ্চে তুলবো না,
তুই বলছিস অনুষ্ঠান মঞ্চে দুষ্টুপনা করবো না।
রেডিওতে যাবার জন্য ধরেছিলি কত বায়না,
সে আবদার এমন ছিল দেরি যেন আর সয়না!
বলেছিলাম তোকে হতে হবে ভদ্র-শান্ত ছেলে,
তোর শান্ত সে রূপ দেখেছি-বেতারে নয়ন মেলে!
ফেব্রুয়ারিতে করলি তুই প্রথম বেতার অনুষ্ঠান,
সব অনুরোধ পূরণ করে রাখলি বাপের সম্মান !
আমাকে তুই মনের থেকে করতিস অনেক ভয়!
তোর প্রতি ছিল আমার কোমল-কুসুম এক হৃদয়।
সকলখানে তোর অধিকার দিয়েছিলাম আমি,
ভেবেছিলাম ভবিষ্যতে তুই যে হবি দামী।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গাইলি তুই অনেক গান,
সে সব স্মৃতি ছবিতে আজও রয়েছে যে অম্লান!
তোর কর্মে বাবা-মায়ের ভ'রেছিল যে বুক,
সন্তানের এই কীর্তিতে তারা পেয়েছিল সুখ!
কিন্তু তুই ভাসিয়ে গেলি এ কোন নয়ন জলে?
সকল আশা-ভরসা আজ গেল যে বিফলে!
এত সুখ আনন্দের মাঝে আনলি দুঃখের প্লাবন!
সবার মাঝে অবিরত আজ হচ্ছে শোকের বরিষণ!
যেথায় থাকিস ওরে স্বপ্নীল সুখে থাকিস ওরে,
মনের থেকে সবাই মোরা আশীর্বাদ জানাই তোরে।
তাং-২৬/০৬/২০২৩ খ্রি