( কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে)

গুরু তুমি সবার প্রাণের ছবি।
সাহিত্যের আকাশে তুমি-
জ্যোতির্ময়, তেজ:দীপ্ত রবি!

তোমার স্মৃতিতে তুমি অমলিন;
রবে পৃথিবীতে চিরকাল-চিরদিন।

তাং-০৬/০৮/২০২৩