আমি কি করছি? আমি জানিনা।
তিনি যা করাচ্ছেন--
আমি তাই করছি।
আমি কি ভাবছি? আমি জানিনা।
তিনি যা ভাবাচ্ছেন--
আমি তাই ভাবছি।
আমি কোন পথে হাঁটছি? আমি জানিনা।
তিনি যে পথে হাঁটাচ্ছেন--
আমি সেই পথে হাঁটছি।
আমি কি খাচ্ছি? আমি জানিনা।
তিনি যা খাওয়াচ্ছেন--
আমি তাই খাচ্ছি।
আমি কি বলছি? আমি জানি না।
তিনি যা বলাচ্ছেন--
আমি তাই বলছি।
আমি কিভাবে চলছি? আমি জানি না।
তিনি যে ভাবে চালাচ্ছেন--
আমি সে ভাবে চলছি।
আমি কিভাবে আছি? আমি জানিনা।
তিনি যে ভাবে রেখেছেন--
আমি সে ভাবে আছি।
তাং-- ২৫/০৪/১৮
[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে কমেন্টে জানাবেন। বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]