(পয়লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে)

শ্রমিকের  কষ্ট-পরিশ্রমের ঘামে।
এই শহর, গ্রাম, দেশের বুকে-
উন্নয়ণের চাকা নামে।

সুরম্য-প্রাসাদ অট্টালিকার ভীড়ে।
যাদের অবদান গোপন, অদৃশ্য-
তারা থাকে ভগ্ন-নীড়ে।

শীত-গ্রীষ্ম-রৌদ্র-বর্ষা মাথায়।
কখনো ফুটপাতে, ভাঙা সড়কে-
অভুক্ত শ্রমে দিন যায়!

প্রখর দাবদাহে ঘর্মাক্ত শরীর।
তবুও হাতে হাতুড়ি-শাবল-
ওরা লড়ে যায় সুস্থির!

সময়ের হিসাব নেই শ্রমিকের।
ওরা নিরলস খেটে যায়-
দোষ যেন সব ভাগ্যের!

গড়ে তোলে শহর, বন্দর, নগর।
কতো অট্টালিকা, আয়েশি মহল-
যারা এ সবের কারিগর।

তারা কোথায় কেমন আছে সমাজে?
সাহেব-বাবুরা নেয় না খবর-
জাগে না বোধ বিবেকের মাঝে।

০১/০৫/২০২৪

How are they in society?
(On the occasion of May 1 International Workers' Day)

In the sweat of labor.
In this city, village, country-
The wheel of development.

In the crowd of picturesque-palace buildings.
whose contributions are secret, invisible-
They live in broken nests.

Winter, summer-sun-monsoon head.
Sometimes on the sidewalk, broken road -
The day goes to labor without food!

Sweaty body with intense heat.
Still hammer in hand
They fight to be stable!

The worker does not have time.
They work tirelessly-
The fault is all fate!

Build cities, ports, cities.
How many buildings, Comfortable zone-
Who are the makers of all this.

How are they in society?
Mr. dandy doesn't take news-
Feeling does not arise in the conscience.

01/05/2024