স্বপ্নরা মিথ্যে হয় স্বপ্ন ছোঁয়ার আশায়;
আশারা হয় গুড়েবালি-বালির বাঁধ!
নয়-ছয় কথার আড়ালে হারিয়ে যায়
জীবনের যতো আকাঙ্খিত স্বপ্ন-সাধ।
দুর্নীতির চোরাবালিতে যখন আটকে যায়-
মানবিক চেতনায় জাগ্রত সমাজের বিবেক;
সেখানে সত্যরা মূল্যহীন হয় অবহেলায়!
স্বার্থান্ধরা যেথা হাওয়া খায় চোখ বুজে
নীতির আকাশে জমে না কোনো মেঘ;
হয় না সেখানে আকস্মিক বজ্রপাত-
বহে না সেথা কোনো বৈশাখী ঝড়োবেগ!
বিশ্বাসঘাতকের মিথ্যার উচ্চারণে যখন
একটি জীবনের সমুলে হয় পতন!
সেখানে স্বপ্ন-দুঃস্বপ্নই রয় করলেও যতন!