স্বপ্নের ঈদ
-অসিত কুমার মন্ডল
ঈদ এসেছে ঈদ এসেছে
আজকে খুশির দিন;
ঈদের খুশি সবার মনে
বাজুক সুরের বীন।
ঈদের দিনে আমরা করি
নতুন রঙের আল্পনা;
একটি মাসের রোজা শেষে
খুশির কতই কল্পনা!
নামাজ শেষে কোলা-কুলির
আনন্দ সবার মনে;
নতুন খুশির ঢেউ জাগে
জীবনের এই ক্ষণে!
একটি বছর পরে আসে
আমাদের এই ঈদ;
সবার মনে নতুন স্বপ্ন
চোখেনেই কারো নিদ!
তাং-৩১/০৩/২০২৫