শূণ্য হ'তে সব শুরু
শূণ্যে হয় শেষ,
শূণ্য থেকে আসে এক
শূণ্যে রয় রেশ।

শূণ্য থেকে স্বপ্ন দেখা
শূণ্য নিয়ে কাজ,
শূণ্য হ'তে পুণ্য আসে
শূণ্য ঘরে সাজ।

শূণ্য মেঘ তবু পড়ে
মেঘ হ'তে জল,
শূণ্য গাছে ধরে দেখো
বড়ো বড়ো ফল।

শূণ্য দেখে ভাবে যারা
নেই কোন দাম,
শূণ্য নিয়ে বাঁচা -বাড়া
শূণ্যে হয় নাম।

মন শূণ্য ক'রে ভাই
কষ্ট কেন পাও?
কর্ম পথে শূণ্য পিছে
আরো জোরে ধাও!