নীতি নাই, আদর্শ নাই
শুধু কেবল টাকা চাই।
ধর্ম নাই, চেতনা নাই
শুধু কেবল টাকা চাই।
শিক্ষা নাই, জ্ঞান নাই
শুধু কেবল টাকা চাই।
ভক্তি নাই, শ্রদ্ধা নাই
শুধু কেবল টাকা চাই।
বল নাই, শক্তি নাই
শুধু কেবল টাকা চাই।
সাহস নাই, হিম্মত নাই
শধু কেবল টাকা চাই।
প্রেম নাই, দয়া নাই
শুধু কেবল টাকা চাই।
গুণ নাই, যোগ্যতা নাই
শুধু কেবল টাকা চাই।