সমাজ কবে শুদ্ধ হবে
                   শুদ্ধ হবে জাতি?
মিথ্যা নিয়ে যেথায় কেউ
                   করবে না মাতামাতি।

সমাজ কবে শুদ্ধ হবে
                   শুদ্ধ হবে দেশ?
লেবাসধারি প্রতারকের
                   শোষণ হবে শেষ!

সমাজ কবে শুদ্ধ হবে
                   শুদ্ধ হবে মানুষ?
সত্যকথা বলতে গিয়ে
                   হবে না কেউ বেহুস!

  মানুষ কবে শুদ্ধ হবে
                    শুদ্ধ হবে সমাজ?
যে সমাজে সকল কাজে
                      শান্তি করবে বিরাজ।


[[ ছড়া-কবিতাটি-‌‌বিচিত্র সব ছড়া'-গ্রন্থের অন্তর্ভূক্ত।]]