[ শৈশব ও কৈশোরের কবিতা-দশ ]
সুরের রাজ্যে
-অসিত কুমার মন্ডল
মিতভাষী কথা বলে ফিস্ ফিস ফিস্,
গায়ে ব্যাথা হলে করে টিস্ টিস্ টিস্।
খুলি ভাই তোলে বোল তাক-ধিনা-তা,
খোকা-খুকু সাধে গান সারে গামা সা।
বসন্তে কোকিল ডাকে কুহু কুহু কুহু,
আমরা সকলে তা শুনি মুহু মুহু ।
বিড়াল ছানাটি ডাকে ম্যাঁও ম্যাঁও ম্যাঁও,
ব্যাঙ ডাকে ঘন ঘন ঘ্যাঁও ঘ্যাঁও ঘ্যাঁও।
কুকুরটি ডাকে ওই ঘেউ ঘেউ ঘেউ,
বাচ্চাটি তার পিছে করে কেউ কেউ।
বই নাহি পড়ে ছেলে করে এ্যাঁ এ্যাঁ,
দোলনায় শিশু কাঁদে ক্যাঁ ক্যাঁ ক্যাঁ।
বাতাসের সুর শুনি শন্ শন্ শন্,
স্কুলের ঘন্টায় পড়ে ঠন্ ঠন্ ।
হল্লার দল চলে হৈ হৈ হৈ;
বিয়ে বাড়ি বাজে ঢোল ঐ ঐ ঐ।
খেলার মাঠেতে শুনি গোল গোল গোল;
অবিরত শুনি শুধু কতো কলরোল।
সুরের রাজ্যেতে করি মোরা বাস,
লিখিতে বড়ই মোর মনে অভিলাষ।
চৈত্র-১৩৯৪ বঙ্গাব্দ।
[[ কবিতাটি- শৈশব ও কৈশোরের কবিতা-গ্রন্থের অন্তর্ভূক্ত]]