প্রতিবাদ এর আগুন জ্বালাবো বোধের গোড়ায় নিত্য,
ময়লা বিবেক করবো ধোলাই ডাস্টবিন যাদের চিত্ত!
বোধের গোড়ায় ওষুধ দেবো বিবেকে যাদের ক্যান্সার,
আমরা কবি, ডাক্তার নই-কলমে দিই অ্যানসার!
হারাম খেয়ে আরাম করো মানুষকে দিয়ে ফাঁকি,
তোমার হিসেব হচ্ছে জমা- হিসেবের খাতায় বাকি!
ভাবছো তুমি, দেখছে কি কেউ? করছি আমি যা?
আজ না হলেও-কাল প্রকাশ পাবে, প্রকাশ্যে তা!
ঠকবাজি আর জুয়া চুরি করছো যারা ভন্ডামি,
সকল কাজে মিথ্যে হারাম-মারিং কাটিং ঘাপলামি!
মানুষ ঠকাও, সমাজ ঠকাও, ঠকছো তুমি নিজে;
বুঝবে শেষে শেষের দিনে- করলাম আমি কি যে!
পাপের খাতায় তোমার হিসেব হচ্ছে রোজ জমা;
সময় হলে পার পাবে না-পাবে না কোনো ক্ষমা!
[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে কমেন্টে জানাবেন। বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]