রইনা আমি কারো সাথেই
        নামাজ, রোজা ঈদ, পূজায় ;
আসলে সব ধর্ম গুলোর
        মেতে থাকি সত্য খোঁজায়।

সবাই দেখি লোক দেখানো
       ধর্মের সাজ গায়ে প'রে;
সন্যাসী আর ভক্ত সেজেই
       তীর্থে তীর্থে বেড়ায় ঘুরে।

কেউবা মাথায় টুপি দিয়ে
         পাঞ্জাবি আর কোর্তা প'রে;
মসজিদে যায় পাঁচ ওয়াক্ত
          নিত্য দেখি নামাজ পড়ে।

অন্তর যার হয়নি শোধন
       পূজা ক' রে কি হবে তার?
মনের মধ্যে পঞ্চভূত আর
        ষড়রিপু বশ হয়নি যার।

ছল-চাতুরি ভন্ডামি আর
        ধর্মের তেল মাথায় মেখে;
ভাবছো তুমি বুঝবে সবাই
       ধার্মিক আমি সবার থেকে?

মনের ঘরের আগাছা গুলো
         ধর্মের আগে করো ছাপ;
লোক দেখানো ধর্ম করলে
         শেষের দিনে পাবেনা মাফ!

তাং -- ২১/০৮/১৮

[[ছড়া-কবিতাটি-“বিচিত্র সব ছড়া”- ছড়াগ্রন্থের অন্তর্ভূক্ত।]]