মরার পরে হবে সবার
সাড়ে তিনহাত বাড়ি,
আসল বাড়ি থাকবে পড়ে
ভোগের কোট-কাচারি।

অথচ আজ সবার দেখি
ভবের বাড়ির মায়া,
মানব মনে ফেলেছে শুধু
ভোগ লালসার ছায়া।

অন্যায় আর অসত্য কাজে
সামনে এগিয়ে চলে,
অসৎ কর্মে-মানব ধর্মে
মিথ্যার জিগির তোলে।

পরের বাড়ি-ঘর সম্পদ
জায়গা জমিন-টাকা,
জুলুম ক'রে যতই নাও
দু'দিন পরেই ফাঁকা।

মাটির তলে যেদিন যাবে
অন্ধকার সেই গোরে,
সম্বল হবে সাদা কাপড়
আর সব রবে প'ড়ে।