ছড়া-কবিতা
সাজুক মিয়া
    -- অসিত কুমার মন্ডল

সাজুক মিয়া সবার সাথে
         কথা বলেন যেঁচে
কেউ কিছু না বললেও
        ওঠেন তিনি নেচে।

সাজুক মিয়ার খারাপ অভ্যাস
        কথা বলেন ঘন,
সবাই ভাবে সাজুক সাহেব
        কথার কাঙাল যেন।

এমন রোগ হয়েছে তার
       বহুদিন থেকে,
অকারণে কথা বলেন
        যাকে তাকে দেখে।

সবাই বলে সাজুক মিয়া
        ঔষধ একটু খান,
যেঁচে কথা বলার অভ্যাস
        যদি সারতে চান।

[ছড়া-কবিতাটি-বিচিত্র সব ছড়া-গ্রন্থের অন্তর্ভূক্ত।]