[চতুর্দশপদী একবিংশতি বর্ণবিশিষ্ট সনেট]
এই সমাজ নিরন্তর পুড়ছে প্রতিহিংসার আগুনে!
বৃক্ষ-তরুলতায় বুড়োপাতা ঝরে আসে নতুন মুকুল,
প্রতি বসন্তে নবআনন্দে, নবরূপে নব সাজে অরণ্যকুল-
মানব মনোভূমি হয় না সবুজ কখনো কোনো ফাগুনে।
দৃষ্টির অন্তরালে সর্বক্ষণ বিষদৃষ্টি মানবের চোখে!
শুভ চেতনার বাগানে নেই কোনো সুন্দর কারুকাজ;
তাই চারিদিকে ভেদাভেদ আর দ্বন্ধে-ভরা এই সমাজ-
সুন্দরের সাধনা কভু নেই মনোজগতে-অন্তর লোকে!
বিবেকের বিসর্জন হয়ে গেছে নষ্ট-কূ-পথে কতো আগে!
মিথ্যের আগাছায় সত্ত্বার অপমৃত্যু হয়েছে অবক্ষয়ে;
এখন শুধু অনৈতিক অনুঘটকের জালে বদ্ধ হয়ে-
সত্যের কোনো ধ্যান নেই দুর্বুদ্ধি মনে তাই সতত জাগে!
জনসংখ্যা আবর্জনা আতঙ্কে ধরণী আজ কম্পমান;
ক্ষুব্ধ সত্যের দিশারীরা, সভ্যতা কি দেবে কোনো সমাধান?
০৮/০৯/২০২৩