প্রতিবাদী
-অসিত কুমার মন্ডল
আমি প্রতিবাদী এক কবি
অবিনাশী সত্যের প্রতিবাদ নিয়ে এসেছি!
যারা প্রতিহিংসায় করছে হানাহানি;
লেবাসের আড়ালে ভণ্ডামি লুকিয়ে
গোপনে গোপনে করছে কানাকানি;
আমি তাদের মুখোশ খুলে দিতে এসেছি!
সমাজের বুকে আজ যারা দু:খের আগুনে জ্বলছে!
অত্যাচার-অনাচার-নিপীড়নের বেড়াজালে-
নীরবে নীরবে চোখের অশ্রু ফেলছে!
আঘাতে আঘাতে আজ যারা বিক্ষত!
নির্বাক-প্রতিবাদহীন সেই হৃদয় গহনে-
আমি প্রতিবাদের আগুন জ্বালাতে এসেছি!
মানুষের সমাজে যে সব অমানুষ
সমাজকে ক’রেছে যারা বন্ধী;
অসহায় জীবনের ভাগ্যকে নিযে যারা
ষড়যন্ত্রের জাল পেতে করছে সন্ধি;
তাদের গোপনীয়তা ফাঁস ক’রে দিতে-
আমি কলমের বারুদে গর্জে উঠেছি!
শোষণের যাঁতা কলে আজ যারা নিষ্পেষিত
পৃথিবীতে নেই যাদের মানবিক অধিকার;
বোবা-কান্নায় মুখ গেছে মুক হ’য়ে-
আত্মদগ্ধে তিলে তিলে আজ যারা ছার-খার!
সেই বোবা মুখে সোচ্চার ভাষা দিতে-
আমি কবিতায় ঝড় নিয়ে এসেছি!
সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সব দুর্বৃত্ত্ব
মানুষের রক্তে মেতেছে হোলিখেলায়;
অসৎ আনন্দে উদ্বেলিত যাদের চিত্ত!
হিরোইন, ফেনসিডিল, গাঁজা, মদে আসক্ত;
বিকৃত সেই মতিষ্কের চিত্ত-বিভ্রম ঘোচাতে-
আমি কবিতার স্টেনগান নিযে এসেছি!
সভ্যতার অন্তরালে এখনো যারা অসভ্যের মতো
বর্বর-আদিমের মতো করছে ঘৃণ্য কাজ;
মানুষ হ’য়েও মানবতার দংশনে হয়নি আহত!
সেই পশুত্ব বিবেকের করিডোরে আঘাত হেনে;
মানবিক চেতনা জাগ্রত করতে-
আমি শব্দের স্ফূলিঙ্গে জেগে উঠেছি!
প্রতিহিংসায় সমাজকে যারা তুলছে বিষিয়ে
অবৈধ্য কর্মে গড়ছে নিজের ভাগ্যকে-
মিথ্যা-ছল, চাতুরির আবর্জনা মিশিয়ে!
দরবেশ সেজে যারা ধর্মের বেসাতি মাপে;
সেই বকধার্মিক, বিড়াল-তপস্বীর তপস্যা ভাঙতে
আমি কবিতা সঞ্জীবনী মন্ত্র নিয়ে এসেছি!
** ** **
আমি প্রতিবাদী এক কবি
আমি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো
ফাটলের মাঝে জ্বালামুখে-
দাবানলের মতো দাউ দাউ ক’রে জ্বলে উঠেছি!
আমি জীবনের ভাষা, মানুষের ভাষা বুকে গেঁথে-
কবিতার ভাষা হ’য়ে ফুঁসে উঠেছি!
অন্যায় ক’রে যারা ন্যায়ের কথা বলে
চুপি চুপি লুটে খায় নিজেদের ফায়দা;
চোরের মায়ের মতো বড় গলা তুলে-
শাক দিয়ে মাছ ঢেকে যায় দিন।
সেই পুকুর চোরা, রাঘব-বোয়ালদের জালে ফেলতে-
আমি কবিতার মায়াজাল নিয়ে এসেছি!
যারা মানুষের ক্ষুন্নিবৃত্তির আহার কেড়ে খায়;
আভিযাত্য আর অহমিকায় পরিহাস ক’রে-
আর্তমানবের মানবতায় আঘাত দেয়!
সেই প্রপীড়িত-ধিকৃত-নিঃগৃহীত মানুষের
আত্মার পরিতৃপ্তির আশ্বাষ দিতে-
আমি কবিতায় প্রতিবাদ হয়ে এসেছি!!
১০ এপ্রিল, ২০০২ খ্রিঃ
(প্রতিবাদী-কাব্যগ্রন্থ থেকে। প্রকাশিত-২০২২ সাল, একুশে গ্রন্থমেলা, ঢাকা। পাওয়া যাবেঃ রকমারি ডট কম। অথবা ০১৯৭০-২৯৬৩৬৮ এই নম্বরে যোগাযোগ করলে।)