[ শৈশব ও কৈশোরের কবিতা-নয় ]
          প্রতিবাদ
    -অসিত কুমার মন্ডল

মিথ্যার পিছে, সকলেই মিছে
ঘুরে ঘুরে আত্মহারা;
তবুও তার নেই প্রতিকার
সকলেই তার সেরা।
হও হে রুদ্র, করো হে বিদ্রোহ-
জড়ায়ে রেখো না অপবাদ!
প্রতিবাদ করো প্রতিবাদ !!

দুশমনের ঐ দুষ্ট-হৃদয়
সকলেই করো ক্ষয়;
ন্যায়ের বিচারে, সত্য প্রচারে,
এগিয়ে চলো নির্ভয়!
আর সুপ্ত থেকো না, ক্লেশ মেখো না
মেলায়ে রেখো না ফাঁদ।
প্রতিবাদ করো প্রতিবাদ !!

শক্ত মুটি, ধরোরে লাঠি,
পিছন পানে নাহি ধাই;
নাগ-নাগিনীর নাগ-হিল্লোল
নাহি যেন পায় ঠাঁই!
যাদের দাপটে বিশ্বের ক্রোড়ে
ভরিয়া উঠিছে বিষাদ!
প্রতিবাদ করো প্রতিবাদ !!

যাদের চিত্ত করিছে নিত্য
অমিত ধ্বংসের অবিক্ষণ;
চুর্ণ ক’রে দাও হে তাদের
সেই আবেগ চিন্তন।
রুদ্ধ করো সেই কর্মধারা
সব মিটায়ে ফেসাদ!
প্রতিবাদ করো প্রতিবাদ !!

[প্রকাশিত কাব্যগ্রন্থ- প্রতিবাদী গ্রন্থের অন্তর্ভূক্ত]