তোমারে বাসব ভালো এ আমার আশা নয়।
ভালোবাসার বাগানে যদি ঘুরে
পাই কোনো ফুলের স্নিগ্ধ সুবাস;
জীবনের প্রেম প্রত্যাশা যদি পূর্ণ হয়!
ঘুছে যাবে এই জীবনের আকাঙ্ক্ষার উচ্ছ্বাস।
ভৈরবী সুর যদি জাগে এ হৃদয় গহনে
ক্ষণে ক্ষণে আমি উঠবো গেয়ে গান;
বিচিত্র রাগিনীর বন্দেশে অভিনব সুরে
এক পৃথিবী স্বপ্ন নিয়ে প্রেমের অন্বেষণে।
কল্পনার এক অনন্ত লোকে অচিনপুরে!
পৃথিবী যেখানে মিশে গেছে অদৃশ্য সীমানায়;
কেউ তা দেখতে নাহি পায় আমি তুমি;
শুধু ভালোবাসার আবেশে কত কথা ভাবি-
অতৃপ্ত প্রেম আকাঙ্ক্ষা জাগে শুধু কল্পনায়!
কবিতার প্রচ্ছদপটে আঁকি কতো হাবিজাবি!
তাং-০৮/০৫/২০২৩ খ্রিঃ
[ ফাগুনে আগুন জ্বলে-কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত]
[[সম্মানিত কবি, লেখক বন্ধুরা। রকমারি ডট কম ও বইফেরী থেকে সংগ্রহ করতে পারেন-আমার রোমান্টিক কাব্যগ্রন্থ-প্রেমস্বর্গ, মনের জানালা খুলে। গল্পগ্রন্থ-ভূতের সাথে প্রেম।]]