আমার  ভালবাসার হৃদয়-আকাশে
তুমি প্রেমের শুকতারা।
অজস্র নক্ষত্রের মাঝে
তুমি পূর্ব গগনে ঝিকমিক  ঝিকমিক করো
ভোরের আধো  আলো, আধো  অন্ধকারে!

আমি পৃথিবীর  প্রেম কাননে বসে
চেয়ে থাকি দূর- অন্তরীক্ষ  অভিমুখে।
অসীম  অভ্রপথে  উর্ধ্বমুখে দেখি--
সহস্র নক্ষত্রজ্যোতির উজ্জ্বল বিভায়
বিভুষিত অামার  প্রেমধ্রুবজ্যোতি!

অনন্ত কক্ষপথে ঘোরো কোটি কোটি যুগ।
আমি বিমূর্ত প্রেমিকের মতো
দোহিনীর মানবারন্যে-দহনারাতি হ'য়ে -
স্রোতস্বিনীর মতো ব'য়ে চলি পয়োধি পানে।
কিন্তু তুমিতো মেঘস্পাদের জ্যোতিরথ নও।
ভুবন মণ্ডলের ভুবনমোহিনী  দেবী -
মর্ত্য -চরাচরবাসিনী তুমি।
তবে কেন অধরা হ'য়ে-ধরার ধরণীতে
তুমি লুপ্ত, সুপ্ত, মেঘবতী কন্যা?

তাং-১৭/১১/২০১৭

                       [প্রকাশিত কাব্যগ্রন্থ - প্রেমস্বর্গ' । বাংলা একাডেমী আয়োজিত একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত। বইটি rokomari.com ও বই ফেরিতে পাওয়া যাবে।]