ভালবাসার মনহরিণী খুঁজি আমি বনে বনে;
জানি না সে কোথায় থাকে কোন অরণ্যে সংগোপনে।
মৃগের মতো ছুটে বেড়ায় গহীন কানন ঘিরে;
অদৃশ্য তার চলার গতি চায় না কভু ফিরে।
সীমাহীন তার গতির সীমা যায় না তারে রোখা;
খুঁজি তারে শৈল-গিরি-হিমালয়-অলোকা ।
প্রেমের বাতাস হ’য়ে সে-যে দোলায় সবার মন;
ক্ষণকালের সুরের ছোঁয়ায় করে আকর্ষণ!
হাজার হৃদয় ফুল ফুটিয়ে হয় পূষ্পরাণী;
সাজায় প্রেমের বাসর ঘর খড়-কুটো আনি।
সে ঘরে তার হয় না বসত পথেই যে তার ঘর;
হাজার জনম বাসলেও ভাল তবু থাকে পর।
দিগদিগন্ত ছুটে চলে অসীম অনন্ত পথ;
আলোকবর্ষ ঘুরে আসে চালিয়ে প্রেমের রথ।
স্বর্গ-মর্ত্য-পাতাল, সাত-সমুদ্র-তেরনদী;
মায়া-মরীচিকা সম ঘোরে নিরবধি।
শত-বর্ষ, শত-যুগ, কোটি-বর্ষ ধ’রে;
ধ্যুলোকে-ভ্যূলোকে ছুটেছে সে সহস্র অন্তরে।
তবুও তার প্রেমের নেশার হয়নি–তো শেষ;
অন্তরে তার অনন্ত প্রেমের জাগে আজো রেশ।
বহুরূপি রূপে সে-যে সেজেছে বহু ধনি;
অগণিত বার জন্মলভি পেয়েছে লক্ষ যোনি।
তবুও তার প্রেমের নেশা মেটেনি মহীতলে;
অধরা সে আজো এই ধরার ধূলিতলে।

( মনের জানালা খুলে-কাব্যগ্রন্থ থেকে। প্রকাশিত অমর একুশে গ্রন্থ মেলা-২০২৩। বইটি  সংগ্রহ করতে সকল কবি বন্ধুদের বিশেষ ভাবে অনুরোধ রইল।)