জীবন যখন নিভৃত আঁধারে
গুণে যায় বহমান দিন;
ভালবাসা না পাওয়ার অভিমান
হয় আশাহত প্রত্যয়হীন।
আশার সাগরে শুধু প্রেমের ভেলা
ভেসে চলে স্রোতের টানে ;
প্রত্যাশার বালুচরে সাগরের ঢেউ
আছড়ে পড়ে সে কি জানে?
দিগন্তরেখায় কোন তারা ঝরে পড়ে
নভোলোকের কোন সীমানাতে;
রাতের আঁধারে কোন ফুল ফোটে
ঝরে যায় ভোরেরবেলাতে।
ভালবাসার আশায় কাঁদে যে পথিক
পথহারা অনন্তের পথে পথে;
ওপারের পথিক তুমি কি হবে সাথী?
গতিহারা তটিনীর স্রোতের রথে?
তাং-- ৩১/১২/১৭
[ পথহারা পথিক-কবিতাটি-‘‘ফাগুনে আগুন জ্বলে”-কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।]
[[সম্মানিত কবি, লেখক বন্ধুরা। রকমারি ডট কম ও বইফেরী থেকে সংগ্রহ করতে পারেন-আমার রোমান্টিক কাব্যগ্রন্থ-প্রেমস্বর্গ, মনের জানালা খুলে। গল্পগ্রন্থ-ভূতের সাথে প্রেম।]]