পৃথিবীতে ওরা কারা?
যারা মানবসমাজ কে অস্থিতিশীল করছে?
মানুষে মানুষে বিভাজন করছে।
ধর্মে ধর্মে প্রতিহিংসা করছে!
মানুষের সহায়-সম্পদ দখল করছে!
লুটপাট করছে!
দেবতার বিগ্রহ ভাঙছে,
মানুষ হয়ে মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করছে!
ওরা সেই ফেরাউন, নমরুদ, হেরোদের বংশধর!
ওরা চেঙ্গিস, ইয়াহিয়া, হালাক্কুর ভবিষ্যত প্রজন্ম।
ওরা দুর্জোধন, দুঃশাসন, কংস, শকুনির উত্তরসুরী!
ওরা তেলাপোকার জাত!
ওরা কখনো মরে না!
পৃথিবীর সব ধ্বংস হয়ে গেলেও
ওরা থাকবে।
ওরা পোঁটলার ভিতরে ঢুকে-
যেখানে খুশি সেখানে চলে যায়।
সুতরাং ওহে মানুষ!
তোমরা সাবধান!
যেখানে যাও-
তোমাদের থলে-পোঁটলা সাবধানে রেখো!
তাং-১৮/১০/২০২১
They never die
- Ashit Kumar Mondal
Who are they in the world?
Those who are destabilizing the human society?
Dividing people into people.
Religion is taking revenge in religion.
People's help is taking over! looting!
The statue of the gods is breaking,
Being a human being, setting fire to people's house?
They are the descendants of that pharaoh, namrud, herod!
They are the future generation of chengis,
Yahia, halakku.
They are the heirs of Durzodhone, dushssashon, Kongs, shakuni!
There the breed of cockroaches!
They never die!
Even if everything in the World is destroyed
They will stay.
They get inside the pouches-
Goes where ever you want.
So hey man!
You guys be careful!
Wherever you go-
Keep yours safe!
Date:18/10/2021