শিশু-কিশোর ছড়া-কবিতা
★★নতুন দিনের ডাক ★★
                -- অসিত কুমার মন্ডল

চলরে ছুটে চলরে সবাই
বাহির পানে চল,
ঘরের মধ্যে থাকলে বসে
জীবন যে বিফল।

চলরে মনের আওভানে
নতুন পথে ছুটে,
নতুন লক্ষ্য নিয়ে উঠব
ফুলের মতো ফুটে।

সম্মুখে আজ ডাকছে শোনো
একটি নতুন দিন,
অন্তরে তাই নতুন সুরে
বাজছে মনের বীণ।

সেই বাঁশিটা বলছে ডেকে
সবুজ-সোনার দল,
নতুন দিনের ডাক এসেছে
চলরে সবাই চল।

         (ছড়াগ্রন্থঃ ফুলের রঙে উঠব রেঙে)

[[ সম্মানিত বন্ধুরা। সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার মৌলিক দেশাত্মবোধক  সংগীত গ্রন্থ-“দেশবোধন” ও “সুরের ঝিলিক” নামক আধুনিক, গজল, বিরহ-বিচ্ছেদ গানের মৌলিক সংকলন স্বরলিপি সহ। বই দুটি রকমারি ডটকম-এ পাবেন। সরাসরি বই পেতে চাইলে  কমেন্টে জানাবেন। বই দুটি সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।]]