নামে ডাক্তার
-অসিত কুমার মন্ডল
এক যে ছিল নাটা ডাক্তার,
তার ছেলের নাম ভাঁটা ডাক্তার।
যেমন ছিল নাদুস-নুদুস-
মাথায় তেমন ছিল টাক তার।
আড়াই হাত তার লম্বা মাজা,
সকাল-বিকাল খেতো গাঁজা।
হাঁটত নাকি দৌড়াত সে-
দেখে কিছুই যেতো না বোঝা।
নাকটা হাতির শুঁড়ের মতো,
যাকে তাকে মারত গুতো।
কান ছিল তার পদ্মপাতা-
উটের মতো পরতো জুতো!
হাত দু’টো তার লাঠি যেমন,
কুঁজোর মতো হাঁটত তেমন!
পায়ের পাতা কুলোর মতোÑ
লাফিয়ে চলত ব্যাঙের মতোন।
না ছিল তার নাটা ডাক্তার,
সব গ্রামে নাম ডাক তার;
কিন্তু সে-যে নেই যে এখন
ছেলে আছে নামে ডাক্তার।